আপনারা নিশ্চয়ই অবগত আছেন ন্যাশনাল পোর্টাল আপনাদের আন্তরিকতা ও সহায়তায় বর্তমানে উপস্থাপনযোগ্য পর্যায়ে রয়েছে। ন্যাশনাল পোর্টালে আরো বেশি বেশি কাজ করার জায়গা রয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ন্যাশনাল পোর্টাল কোথাও কোথাও নিয়মিত হালনাগাদ করা হয়না। সকল পোর্টালে নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন রয়েছে। সেজন্য বিশেষ করে নোটিশ, বিজ্ঞপ্তি, খবর, প্রোফাইল নিয়মিত হালনাগাদ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পোর্টাল হালনাগাদ ও বাস্তবায়নের জন্য ইউনিয়ন পর্যায়ের উদ্যোক্তা ও সচিব যারা যুক্ত তাদেরকে NATIONAL PORTAL FRAMEWORK এ অথবা (https://www.facebook.com/groups/NPFTEAM/ )এই গ্রুপে সদস্য করা প্রয়োজন। কারণ অনেক নির্দেশনা এই গ্রুপে পোষ্ট করা হয়। সকল উদ্যোক্তাদের ও সচিব যারা যুক্ত তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন NATIONAL PORTAL FRAMEWORK এ অথবা (https://www.facebook.com/groups/NPFTEAM/)এই গ্রুপে Request পাঠায় এবং যেন মেম্বার হয়ে যায়। এটি খুবই গুরুত্বপুর্ণ।
মহিউদ্দীন রাজা মোবাইল: ০১৮৩১০৯০০০০ E-Mail: mohiuddinitcv@gmail.com |
পোর্টাল এর তথ্যটির বিষয়ে আপনার সুচিন্তিত মন্তব্য জানাতে পারেন যা পোর্টালকে আরো তথ্য সমৃদ্ধ করবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস