সাতকানিয়া থানা এলাকায় বসবাসরত কাহারো বাড়ীতে/দোকানে বা অন্য কোন ভাবে চুরি/ডাকাতি হইলে অথবা শত্রু পক্ষের আঘাতে আহত হইলে, নিজস্ব দখলীয় জায়গা অন্য কেহ দখল করিতে চাইলে, ক্ষতিগ্রস্থ পক্ষ প্রথমে থানায় আগমন করতঃ অভ্যর্থনা কক্ষে ডিউটি অফিসারকে ঘটনাটি মৌখিক/লিখিত ভাবে জানাইবেন। ডিউটি অফিসার ঘটনার বিষয়ে অবগত হওয়ার সাথে সাথে থানার অফিসার ইনচার্জকে অবগত করিবেন এবং অফিসার ফোর্স ঘটনাস্থলে প্রেরন করিয়া আইনগত ব্যবস্থা গ্রহন করিবেন। এছাড়া কাহারো কোন কিছু হারানো গেলে, আগুনে পুড়িয়া নষ্ট হইলে এবং ভয়ভীতি প্রদর্শন করিলে ডিউটি অফিসার বিষয়টি সাধারণ ডায়রীভূক্ত করিবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস